ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, রংপুর বিভাগ রংপুর এর গত ১২/০৫/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং ১৪.৩১.৮৫০০.০০০.৩৪২.১৯.০০০১.১৫ এর ধারাবাহিকতায় নিম্নরূপ আদেশ জারি করা হলো
১। জনাব মোঃ জিহাদ আলী, পোস্টাল অপারেটর মেইল ইনচার্জ সহ অতিরিক্ত দায়িত্বে পার্সেল শাখা, এম ও শাখা, ইএমও শাখা, পিএলআই শাখা ও বিপিও শাখা। তিনি উক্ত শাখার দায়িত্ব থেকে বিমুক্ত হয়ে নীলফামারী প্রধান ডাকঘর এর ট্রেজারার সহ অতিরিক্ত দায়িত্বে এসবি ও সঞ্চয়পত্র কাউন্টার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।
২। জনাব মোঃ ফয়জার রহমান, সর্টিং অপারেটর, অতিরিক্ত দায়িত্বে ট্রেজারার এবং এসবি ও সঞ্চয় পত্র কাউন্টার অপারেটর। তিনি উল্লেখিত অতিরিক্ত দায়িত্বের পরিবর্তে মেইলস ইনচার্জ সহ অতিরিক্ত দায়িত্বে পার্সেল শাখা, এমও শাখা, ইএমও শাখা, পি এল আই ও বিপিও শাখার দায়িত্ব পালন করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস