ই-পোস্ট
বাংলাদেশ ডাক বিভাগ ১৬ আগস্ট ২০০০ সাল হতে ‘ই-পোস্ট’ নামে ইলেকট্রনিক ডাক সেবা প্রবর্তন করে। দেশের অভ্যন্তরে সংবাদ প্রেরণ ও গ্রহণ ছাড়াও স্ক্যানিংকৃত ছবি ই-পোস্টের মাধ্যমে পাওয়া যাবে। যেখানে সাধারন জনগণ ইন্টারনেট সুবিধার মাধ্যমে ই-মেলইলের দ্বারা সংবাদ পাঠানো বা গ্রহণ করতে পারে না, সেখানে আমাদের দেশে প্রথমবারের মতো ই-পোস্টের এই সুবিধা দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। বর্তমানে এই সুবিধা ১৬ টি প্রধান ডাকঘরে পাওয়া যায়; ঢাকা জি.পি.ও, চট্টগ্রাম জি.পি.ও, সিলেট প্রধান ডাকঘর, মৌলভীবাজার প্রধান ডাকঘর, ফেনী প্রধান ডাকঘর, কুমিল্লা প্রধান ডাকঘর, নোয়াখালী প্রধান ডাকঘর, ময়মনসিংহ প্রধান ডাকঘর, যশোর প্রধান ডাকঘর, কুষ্টিয়া প্রধান ডাকঘর, বরিশাল প্রধান ডাকঘর, বগুড়া প্রধান ডাকঘর, সিরাজগঞ্জ প্রধান ডাকঘর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ডাকঘর।